ভাইফোঁটা


রবিবার,২২/১০/২০১৭
3030

ভাইফোঁটা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

যম,কৃষ্ণার বোনের দেওয়া ফোটা হতে শুরু
কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে
আগমন, ভাইয়ের দীর্ঘজীবন কামনা করে।
উৎসবের অনুষ্ঠান তৈরি করে
হিন্দু ভাইয়ের ঘরে ঘরে।
স্থান ভেদে রকমারী নাম লয়ে
ভাইদুজ,ভাইবিজ,ভাইটিকা।
তবে প্রচলিত নাম ভাইফোঁটা।
ভাইয়ের কপালে পরিয়ে ফোঁটা
সঙ্গে শঙ্খ উলু ধ্বনি দিয়ে
গায়ে গান মুখে মুখে —
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়ল কাঁটা
যমুনা দেয় যমকে ফোঁটা
আমি দিই আমার ভাইকে ফোঁটা”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট