শুরু হল দশদিনের চৈত্র মেলা আইস ডেটিং-এ


শুক্রবার,০৩/০৪/২০১৫
696

সত্যজিৎ চক্রবর্তীঃ শুরু হয়েছে চৈত্র মেলা আইস ডেটিং -এ। ৩১শে মার্চ থেকে ৯ই এপ্রিল পর্যন্ত চলবে। এইটা পরিচালনা করেছেন ‘ ভিনায় ‘ সংস্থা। এই শুভ দিনটিতে অভিনেত্রী কোণিনীকা ব্যানার্জি এবং লোপামুদ্রা মণ্ডল সাহা ( ফ্যাসান ডিজাইনার )। সর্বমোট এখানে ৫৬ টি ষ্টল রয়েছে। পুরুষ, মহিলা ও শিশুদের ব্যবহৃত সমগ্র সামগ্রী পোষাক এবং জুয়েলারির সম্ভার। সুন্দর পরিবেশে এখানে মেলাটি চলছে, প্রচুর মানুষের ভীড় চোখে পড়ার মতন। এই ষ্টলের মালিক মিঃ মহিনী আগরওয়াল বললেন আমরা ভালভাল জিনিস এখানে রেখেছি, একবার এইখানে আসলে বুঝতে পারবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট