অমিতাভ মালিক


রবিবার,১৫/১০/২০১৭
1167

অমিতাভ মালিক
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল

তুমি বীর
বিভাজনের রাজনীতিকে শান্ত করতে
কর্তব্যরত ছিলে দার্জিলিংয়ের প্রান্তে।
হটাৎ সন্ত্রাসীদের ছোবলে
প্রাণের স্পন্দন থেমে গেলো অকালে
শোক বার্তা নিয়ে এলো কান্নার রোল।
কফিনবাহী বিমান দমদম বন্দরে
বাইরে জনস্রোত।
কফিন আঁকড়ে পাগলিনীর মতো আর্তনাদ
পারলাম না
আমি পারলাম না
ওকে ফিয়েয়ে আনতে।
তবে শত বেদনার মাঝে
জাতীয় পতাকা মুড়া কফিন
বীর মর্যাদা লয়ে
সম্মানিত উর্ধমুখী গুলিছুড়ে।
মায়ের আচোল খালি করে চলে গেল
তবে রয়ে গেল মানবের অন্তরে
রজনী গন্ধা ফুলের মালার মত করে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট