মোহাঃ বেলালউদ্দিন মন্ডল -মুর্শিদাবাদ: রাস্তার জ্যাম নিত্য দিনের ব্যাপার হয়ে পড়েছিলো বহরমপুর ,ভাবতা রেলগেট হয় বিভিন্ন স্থানে কাজেই মানুষের সময়ের কাজ সময়ে করা খুব কষ্টের ব্যাপার হয়ে পড়েছিলো । সেটা সরকার বুঝতে পারে তাই মানুষের সুবিধার কারনে রাস্তার কাজ শুরু করে দিয়েছে। সেই কারনে রাস্তার দুই পাশে দোকান বাড়ি ও বিভিন্ন অফিস বাস বাসস্টান্ট ও ব্যাংক বাঙা হচ্ছে ।সেই মত দাদপুর এর বাস স্টান্ট ও ব্যাংক আরো রাস্তার দুই পাশে দোকান ও বাড়ি ঘর ভাঙা পড়লো। তবে কিছু মানুষের ক্ষতি হলে ও তাদের ক্ষতিপূরণ বাবদ বেশ কিছু টাকাও দেওয়া হচ্ছে। যাতে দোকান ও বাড়ির মালিক আবার বাড়ি ও দোকান অন্য স্থানে তৈরি করে নিতে পারে আর নতুন ভাবে জীবন পরিচালনা করতে পারে। এই কাজ দেশের মানুষের উপকারে আসবে বলে মনে করা হচ্ছে।
দাদপুর বাসস্টান্ড ও ব্যাংক অফ ইন্ডিয়া ভাঙা হলো
শনিবার,১৪/১০/২০১৭
621