অলক্ষ্মী !…
মৃত কবুতরের চোখের তারায়
কতটা যাতনা নেভালে
তোমাকে পাবো প্রেয়সী
কাঠ চাঁপার ফাঁকে
পিকাসো আলপনায় ?!
বাঁশকলমের রূপটানে
তোমার কলঙ্ক মেখে,
আমি অলক্ষ্মী হবো
এ’ কোজাগরী রাতে
আকাশেতে দস্তখত লিখে !
ভাঁজ করে আজন্ম সংস্কার
অগোছালো ওয়ার্ডোবে,
ইচ্ছে খুলে আলনায়…
পা মেপে লক্ষ্মণরেখায়,
লক্ষ্মীমন্ত ছিলাম ওদের ঘরে,
প্রতি দিন শেষ দিন করে !
চাঁদনী আয়নায় বিম্বিত প্রহরে,
জেগেছি অন্তরে, ‘কো জাগরে’ !
শাঁখ বাজিয়ে বেপরোয়া সুরে,
আমি অলক্ষ্মী, বাঁচার অঙ্গীকারে !
……..রক্তকরবী ।।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )