বিসর্জন


বৃহস্পতিবার,১২/১০/২০১৭
1071

বিসর্জন !…

আজ সূর্যনেভা আকাশ কাঁদে
জেলে ডিঙির সারি দেওয়া
মন নদীর পার কাঁদে !
সাত পাকের বাঁধন খুলে,
জোড়া নৌকোর বসত ছেড়ে
তুমি চলেছো দেবী কৈলাসপুরে
কাঠামো খানা ফেলে নদীকূলে !

ওই যে খড়কুটো প্রতিমা !
আশা ভাসিয়ে উজানে
আকাঙ্খা পুড়িয়ে চিতায়
পড়ে আছে ভাঁটিতে
দিনে রাতে বিসর্জনে…
কি দিয়ে গেলে দেবী ওর হাতে
তোমার কালনাশী ত্রিশূল…
শঙ্খ-চক্র-গদা-পদ্ম অহংকার
না কি ত্রিনয়ন ঠিকরোনো
জ্যোতির এক মুঠো অঙ্গার ?!

অশনি ঢেলে প্রতি অঙ্গে,
জাগাও দেবী ওকে ‘নারী’ বিভঙ্গে !
ধন্য হোক মাটি…
ধন্য হোক পুরুষাকার !
‘অভয়া’ সাজ খুলে প্রতি ঘরে,
ফেরো শূন্য হাতে দেবী
সত্য-শিব-সুন্দর আধারে !

……..রক্তকরবী ।।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট