।। তোমার শিরোনামে ।।
তানভির আজিম
তোমার স্মৃতির মায়ায় ,
ভাসবো না ভেবে লিখবো আমি কাব্য ,
তোমার শিরোনামে ।
কলমের যত কালি ,
লিখে যাবে কবিতা হৃদয়ের এ্যালবামে সাজিয়ে নেবো ছবিটা ।
তুমি চাইলে হতে পারো ,
জীবনের হেডলাইন ,
নিরধিধায় করতে পারো ,
হৃদয়ের স্ট্যাম্প এ সাইন ।
রাতের আঁধারে ,
ল্যাম্পপোস্ট এ ধরবো গীটারের সুর ,
অপেক্ষার প্রহর ,
গুনে যাবো যেতে যেতে বহুদূর ।
তোমার জন্য বেলা ,
ওবেলা করবো পাগলামি ।
তুমি চাইলে হতে পারো ,
জীবনের হেডলাইন ,
নিরধিধায় করতে পারো ,
হৃদয়ের স্ট্যাম্প এ সাইন ।
শহরের এই ধুলোবালি মেখে বৃষ্টির অপেক্ষায় ,
তুমি মেঘ জমে থাকো দাও না বৃষ্টি আমায় ।
তোমার জন্য বেলা ,
ওবেলা করবো পাগলামি ।
তুমি চাইলে হতে পারো ,
জীবনের হেডলাইন ,
নিরধিধায় করতে পারো ,
হৃদয়ের স্ট্যাম্প এ সাইন
তোমার স্মৃতির মায়ায় ,
ভাসবো না ভেবে লিখবো আমি কাব্য ,
তোমার শিরোনামে ।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )