ভোটদান


বুধবার,১১/১০/২০১৭
1645

ভোটদান
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

জাগো হে হিন্দু জাগো মুসলিম জাগো খ্রীস্টান বৌদ্ধ
ইলেকশেনের ঘন্টা বেজে উঠেছে দিকে দিকে।
সুন্দর দেশ গড়ার কারনে এগিয়ে আসো সকলে
ক্যাম্পিং করো শহরে গ্রামে পাড়ায় পাড়ায়
উপযুক্ত ব্যাক্তিকে ভোটদানের কারনে।
শোনাও ভালো কথা সাধারণ মানবের
যাতে নির্বাচিত হয় উপযুক্ত ব্যাক্তি
সকল মানবের ভোটদানের কারনে।
নইলে নির্বাচিত হয়ে যাবে অযোগ্য ব্যাক্তি
দেশ যাবে রসাতলে কর্মহীন হবে বহু মানব।
অনাহার অনটন দুর্ভিক্ষ দাঙ্গা
দেখা দিবে শহরে গ্রামে পাড়ায় পাড়ায়।
অযোগ্য ব্যাক্তির মূর্খামীর কারনে
পরাধীন হয়েছিলো মোদের প্রিয় দেশ।
পড়েছিলো পায়ে বেড়ী দাসত্বের শৃঙ্খল
মুক্ত হতে কেটেছে বহু বছর
ঝরেছে রক্ত,গিয়েছে বহু প্রাণ বলিদান
ফিরে পেতে স্বাধীনতা।
তবে কেন থাকো ঘুমিয়ে
ভোটদান করো যোগ্য ব্যাক্তিকে
সুন্দর দেশ গড়ার কারনে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট