বহরমপুর ওল্ড পুলিশ লাইনের ছেলে এখন স্পেনের রিয়াল মাদ্রিদে ফুটবল খেলোয়াড়


বুধবার,১১/১০/২০১৭
1908

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল ,মুর্শিদাবাদ : চেষ্টা মানুষকে সফলাত দোর গড়ায় পৌঁছিয়ে দেয় জুবের আহমেদ এর এই কাহিনী বুঝিয়ে দেয়। জুবের আহমেদ বহরমপুর ওল্ড পুলিশ লাইনের ছেলে জুবের আহমেদ এখন স্পেনের রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড় । ভারত বর্ষ অনুরদ্ধ বিশ্বকাপ ফুটবল এর আয়োজক দেশ তাই ভারতবর্ষে ফুটবলের দামামা বেজে উঠেছে আর আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগ ও মিলছে আমাদের ভারত বর্ষের ঠিক সে শুভ লগ্নে ওল্ড পুলিশলাইন এর জুবের আহমেদ স্পেনের রিয়াল মাদ্রিদের ক্লাবে খেলার সুযোগ পেয়ে গেলো যেটা আমাদের রাজ্যের কাছে প্রথম আর আনন্দের বিষয় । জুভের আহমেদ একটি ইংলিশ মিডিয়েম স্কুল থেকে মাধমিক পাস করে বাণিজ্যিক বিভাগে ভর্তি হয় আর খেলার প্রতি ভালোবাসা ছিলো প্রবল ।

জুবের আহমেদ এর নানা ভাবতা গ্রামের জমিদার বাড়ির একজন মানুষ ইসমাইল সাহেব যিনি ভালই ফুটবল খেলতেন আর মামারাও ফুটবল খেলতেন তাই খেলার অনুপ্রেরনা খুব ছোট থেকে পেয়ে যায়।জুবের আহমেদ কিছুদিন কলকাতার নামি ক্লাব মহানবাগান এর জুনিয়ার দলে কিছুদিন খেলে তার পর ‌ফেসবুক এর মাধম্যে দিল্লিতে বাইচুঙ ভুটিয়া ট্রায়াল ও ইন্টারভিউ নেয় তার পরে সিলেক্ট হয়ে এখন স্পেনের রিয়াল মাদ্রিদে । জুবের আহমেদ ছেলেদের অনুপ্রেনা যোগাবে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট