সহযোগিতা


মঙ্গলবার,২৬/০৯/২০১৭
931

সহযোগিতা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

চেয়ে দেখি গ্রামগঞ্জে,শহরের বিভিন্ন প্রান্তে
কর্মে নিযুক্ত রয়েছে বহু মানব।
কেউ সফলতার উচ্চ শিখরে অধিষ্টিত
কেউবা একটু নিচে।
সবার মাঝে রয়েছে শত গুন
কেউ কর্মের গুনে উঠেছে উপরে
কেউ বা কারো সহযোগিতায়।

কেউ অর্থ কষ্টে ভুক্তভোগি তো
কেউ করে অস্বাস্থ‍্যকর পরিবেশে বাস।
তাই একটু সহযোগিতার হাত বাড়ালে
খুশিতে ভরে উঠবে বহু মন।
সকল মানুষ আসিবে একই ছায়াতলে
তাই কাস্টের বিভাজন অতি প্রয়োজন।
যাতে সহযোগিতার আলোকে আলোকিত হয় সবার জীবন।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট