কর্ণাটকের মহিসুর প্যালেসের আদলে নির্মাণ বেলডাঙ্গার তরুণ সঙ্গ ক্লাবের পুজো প্যান্ডেল


সোমবার,২৫/০৯/২০১৭
4021

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল -মুর্শিদাবাদ: দুর্গা পুজো বাঙালি অধিবাসীরা উৎসবের মত পালন করে ঘরে ঘরে এই পূজার আগমন শরতের অকালে দেবী দুর্গা পুজোর আগমন সে কথা সকলের অন্তরে গাঁথা আছে যখন কাস ফুল ফুটবে ঘাসের বনে বনে আর আকাশে সুন্দর সাদা মেঘের আনাগোনা ঠিক তখনই শরু হয় দুর্গা পুজোর । সেই শুভ লগ্ন দেখে শুরু করেছে বেলডাঙ্গা তরুণ সংঘ্য ক্লাবের পুজো মন্ডপ । কর্ণাটকের মহিসুর প্যালেসের আদলে তৈরি হচ্ছে এই পুজো মন্ডপের পান্ডেলটি দেখতে ভারী সুন্দর।

বেলডাঙ্গা তরুণ সংঘ্য ক্লাবের দেবী প্রতিমা বনকা বাসী মডেল নির্মানের আদলে তৈরি হয়েছে জানা গেছে পুজো কমিটির ‌থে‌কে  । এই পূজা এবার ৫১ বছর পদার্পন করছে এটা জানা গেলো পূজা কমিটির থে‌কে। এই সুন্দর প্যান্ডেল আসে পাশে আর ‌কোথাও দেখা যায়নি বলে জানা গেছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট