নিদান পলিক্লিনিক এন্ড ডায়গোনেস্টিক পূজা প‌রিক্রমা ২০১৭ এ ‌বিপুল সাড়া 


রবিবার,২৪/০৯/২০১৭
2129

‌ডি‌জিটাল ডেক্স: নিদান পলিক্লিনিক এন্ড ডায়গোনেস্টিক সেন্টারের পূজা প‌রিক্রমা ২০১৭, বাংলা এক্স‌প্রেস অাগা‌মি ২৫/০৯/২০১৭ ও ২৬/০৯/২০১৭ পঞ্চ‌মি ও ষষ্ঠিতে থাক‌ছে , গ্রিন‌ফিল্ড এম‌বিকন ক‌মি‌টি, রাজারহাট সর্বজনীন দূর্গা উৎসব, রাজারহাট স্টেশান সর্বজনীন দূর্গা উৎসব , বিষ্ণুপুর সর্বজনীন দূর্গা উৎসব , কা‌জিয়ালপাড়া পূজা স‌মি‌তি, পাথরঘাটা সর্বজনীন দূর্গা উৎসব, শিকরপুর অাদর্শ শ‌ক্তি সংঘ্য, শিকরপুর সুকান্ত সংঘ্য, বাগু স‌হিদ ম‌হি‌নি স্মৃ‌তি সংঘ্য, প‌লেরহাট সর্বজনীন , মঙ্গলপুর সর্বজনীন দূর্গা উৎসব , জয়নগর দ‌ক্ষিন পাড়া সর্বজনীন দূর্গা উৎসব, স‌তোধারা প্র‌মিলা সম্মেল‌নি, খ‌লিসা‌দি ইয়ং স্টার ক্লাব, ইত্যা‌দি

ষষ্ঠিতে থাক নতুন ছোঁয়া,
সপ্তমীতে হোক শিশির ধোয়া।
অঞ্জলী দাও অষ্টমীতে,
আড্ডা জমুক নবমীতে।
বিজয়ায় হোক মিষ্টি মুখ,
পুজো এবার ভালো কাটুক।
বাংলা এক্স‌প্রেস তোমায় এবং তোমার পরিবারের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট