শিল্পীর হাতের কারুকার্জ আর পুজো দুটি মিলে লেক রোড কে আরো সুন্দর করে তুলেছে


শনিবার,২৩/০৯/২০১৭
2281

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল – কলকাতা : পুজো মানে আনন্দে ভরিয়ে তোলা মনকে । পুজো মানে পাণ্ডেলে প্যান্ডেলে ঘুরে দেখা দেবী প্রতিমাকে । বন্ধুদের সঙ্গে আড্ডা মারা । রকমারী খাবার খাওয়া । স্কুল কলেজ অফিস ছুটি তাই খাওয়া আর ঘুরে ঘুরে আনন্দে দিন কাটানো । তবে প্যান্ডেল আর প্রতিমা জতো সুন্দর হয় ততো ভিড় জমে সেই স্থানে আর আনন্দ লাগে মনে ।পুরুস্কার এর বিষয়টাও থাকে তার মধ্যে পুরুস্কার পেলে সকল কে ভালোই লাগে । তাই সুন্দর প্রীতিমা মানে প্রথম হওয়ার সম্ভবনা আর পরে পুরুস্কার আর আনন্দ । তাই শিল্পীদের হাতের কাজ ফুটিয়ে তোলার চেষ্টায় রত থাকে তাই লেক রোড সেজেছে শিল্পীর হাতের কারুকাজে ।দেখতে অপরূপ সুন্দর লাগে তার দৃশ্য ।

চোখ জুড়িয়ে যায় । চলো যায় লেক রোডে দেখতে সুন্দর কারুকাজ শিল্পীদের সঙ্গে দেখবো প্রতিমা প্যান্ডেলে প্যান্ডেলে । খাবো ভালো ভালো খাবার । আর বন্ধুদের সঙ্গে আড্ডা জমে যাবে সকলে মিলে ভরিয়ে উঠবে পরিবেশ আনন্দে । ধরা পড়বে ক্যামেরাতে এটা পুজোর উৎসব জমে উঠেছে সকলের নিকটে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট