মোহাঃ বেলালউদ্দিন মন্ডল, মুর্শিদাবাদ: ভাবতা-১নং গ্রাম পঞ্চায়েত প্রধান সহ মেম্বার যোগদান করার পর আজ আবার তাদের নেতৃত্বে প্রায় ১০০০এর উপর কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
উপস্থিত ছিলেন মাসুদ করিম(কার্যকরী সভাপতি, মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস) , অরিত মজুমদার, বনতোষ ঘোষ, জুলফিক্কার চৌধূরী , নজরুল ইসলাম সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। এর ফলে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসে শক্তি অারো মজবুত হলো বলে তৃণমূল নেতৃত্বের বক্তব্য ।
১০০০ এর উপর কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান
সোমবার,১৮/০৯/২০১৭
634