মু‌র্শিদাবা‌দে দোকান ও ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে


সোমবার,১৮/০৯/২০১৭
864

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল:  সারগাছি, মুর্শিদাবাদ ৩৪ নম্বর সড়কের জন্য রাস্তার দুদিকে দোকান ও ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে । দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন । ঘর ভাঙা মেশিন দ্বারা ভেঙে ফেলা হচ্ছে দুই ধারের ঘর ও দোকান,  আজ মহুলা থেকে সারগাছি বাজার রাস্তার দুই দিকের বাড়ি ও দোকান ভাঙা হলো এ‌নি‌য়ে জনগ‌নের ম‌ধ্যে ক্ষোভ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে কিন্তু রাস্তার উন্নয়‌নের জন্য এই কাজ চল‌বে ব‌লে প্রশাসন সূ‌ত্রে জানা‌নো হ‌য়ে‌ছে ।

https://youtu.be/RYzXFncA8xA

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট