সুখের সন্ধানে
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
মানব আজি সুখের আশায় ঘোরে সারাক্ষন
ভাবে অন্তর হতে অধিক অর্থশালী কে দেখে দেখে
ঈশ্বর সুখ দিয়েছে তোমারে
আমারে শুধু দিয়েছে আশার আলো।
দুঃখ করে কহে ঈশ্বরের প্রতি
মোরে করিলে তুমি দীন
অর্থ হতে বঞ্চিত হত দরিদ্র
তাই আমি সুখ হতে বঞ্চিত ।
বিকলাঙ্গ ভাবে মনে মনে
হে ঈশ্বর মোরে করিলে বঞ্চিত
আমার অঙ্গে বিকলাঙ্গ
দীন হলেও চলিত
তবু ও সুখতো মিলিতো
আমি দুঃখিতো।
অন্ধ কহে থাকিতো
মোর নয়ন যুগল
দেখিতাম সুন্দর ভুবনখানি নিজ নয়নে।
আমি দুঃখিত
সুখ হতে বঞ্চিত।
ধনী কহে কখনো লোক সম্মুখে
অর্থ দিয়েছে অধিক মোরে
তবে মনে দুঃখিত
আমি সুখ হতে বঞ্চিত।
শীর্ণ বৃদ্ধ ভিখারি কহে নিদ্রা হতে উঠে
দুনিযার যত সুখ রয়েছে শয়নে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )