হিংস্র যমদূত


শনিবার,০৯/০৯/২০১৭
1275

হিংস্র যমদূত
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

নোবেল জয়ী রানী তুমি
শান্তির পুরস্কারে ভূষিত।
সংগ্রামে চিহ্নিত বিশ্বে তুমি
অহিংসাত্মক মানবাধিকার গণতন্ত্রের সংগ্রামে।
তবে রূপের পরিবর্তন দেখি
ঐ গিরগিটির মত করে।
দেশের প্রধানরূপে অধিষ্ঠিত হলে তুমি
দেশবাসীর সেবাদানের অঙ্গীকার করে।
তবে দেখি হায়নার রূপনিয়ে
ছিড়ে কেঁটে নিলে রক্ত মাংস
ঐ অসহায় রোহিঙ্গা মুসোলমানের শরীর হতে।
দেশের অধিবাসী হয়ে সর্বহারা তারা
অশ্রু ঝরে তাদের নয়নযুগল হতে
তবে কেমনে রইল দেশবাসী শান্তিতে।
দেশে আগুন লাগিয়ে তুমি আছো চিরোসুখে
তোমার আচরন দেখে দেখে
শান্তিতে পুরুস্কার প্রশ্ন রয়ে গেলো
সবার মাঝে।
তুমি শান্তির দূত না হিংস্র যমদূত
এটা ভেবে ভেবে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট