চোর সন্দেহে অকথ্য অত্যাচার এক ব্যক্তির উপর


মঙ্গলবার,২৯/০৮/২০১৭
808

সালাম মোল্লা, উত্তর ২৪ পরগনা, বাংলা এক্স‌প্রেস: পেশায় রাজমিস্ত্রি ও রিক্সা চালক এক ব্যক্তির উপর অমানবিক অত্যাচার করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জনগনরে। জুলফিকার গাজী নামে এক ব্যক্তির বাড়ি ও দোকানে চুরির জন্য সন্দেহ ভাজন হিসাবে ডাকা হয ওই রিক্সা চালককে। তার পর তাকে চুরির বিষয়ে দোষারোপ করলে তা স্বীকার করেনি ওই ব্যক্তি।

এর পরই শুরু করে অকথ্য অত্যাচার। বেধড়ক মারধর করা হয়, তাছাড়া তার হাতের নখ উপড়ে নেওয়ার চেষ্টা করা হয় ও চোখে সুচ ফুটিয়ে চোখ নষ্ট করে দেওয়ারও চেষ্টা করে জুলফিকার গাজী নামের ওই ব্যক্তি। তারপর চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই রিক্সা চালককে। তবে এই ঘটনায় এখনও কোন গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট