ধোনির নুতন অবদান, ৫০০ রাজ্য বাসির কর্ম সংস্থান


বৃহস্পতিবার,২৪/০৮/২০১৭
447

সালাম মোল্লা, হা‌ড়োয়া, উত্তর ২৪ পরগনা, বাংলা এক্স‌প্রেস: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি নুতন পদক্ষেপ নিলেন। আগামী ২০১৯ বিশ্বকাপে তাঁকে খেলতে দেখা যাবে কিনা সন্দেহ আছে। সংবাদ সূত্রে জানা গেছে যে ভারতীয় অন্য ক্রিকেটারদের মত এবার হোটেল ব্যবসায় নামছেন মহেন্দ্র সিংহ ধোনি ও। কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচীন তেন্ডুলকর এমনকি বর্তমান ক্রিকেটার কোহলির ও হোটেল ব্যবসা আছে।

তাই এবার রাচির রাজপুত্র ও সেই উত্তর সূরীদের রাস্তাতেই এগিয়ে চলেছেন। ধোনি রাঁচিতে নির্মাণ করছেন পাচ তারা হোটেল। তাই স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে এমন একটি উচ্চ মানের হোটেল তৈরী করতে কমপক্ষে ৫০০ জন কর্মীর প্রয়োজন। তাই রাজ্যের বেকারদের বিশেষ করে রাচী বাসীদের কর্মের নুতন রাস্তা তৈরি করে দিল মহেন্দ্র সিংহ ধোনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট