জিওর প্রিবুকিং আজ, কথা বলতে পারবেন একটানা ১২ ঘন্টা


বৃহস্পতিবার,২৪/০৮/২০১৭
1664

‌ডি‌জিটাল ডেক্স: মুকেশ আম্বানির জিও র প্রিবুকিং আজ। সঙ্গে প্রকাশ পেল ফোনের ফিচারস। উল্লেখ যে জিও ২জি ফ্রি হলেও জিওর প্রিবুকিং এর সময় দিতে হবে ১৫০০ টাকা। ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ ২০০mAh ব্যাটারি সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচারস। রয়েছে অত্যাধুনিক স্প্রেডট্রাম ডুযাল কোর প্রসেসর। ব্যবহার করা যাবে মাইক্রো এসডি কার্ড। আজ বিকেল ৫:৩০ থেকে শুরু হবে জিও ফোনের প্রিবুকিং।
দেখুন ফিচারস –
– সিঙ্গেল ন্যানো সিম
– ২.৪ ইঞ্চি ডিসপ্লে
-৫১২ এমবি রাম
-৪জিবি ইন্টারনাল সটোর
-মাইক্রো এসডি কার্ড সাপোর্ট
-ব্লু টুথ
-ওযাই ফাই
-এফ এম রেডিও
-জিপিএস
-ডুযাল ক্যামেরা
আরো নানা প্রসেসর। আর দেরি কিসের ফোনের জগতে এমন অবিশ্বাস্য সুযোগ আর কবে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট