অন্তরের ভালোবাসা


সোমবার,২১/০৮/২০১৭
962

অন্তরের ভালোবাসা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

হৃদয় দিয়ে ভালোবাসেন যিনি
রাগান্বিত হন তিনি
দেখে তোমার ভুল
যাতে কথাও অপমানিত না হও তুমি
লোক সমাজে।
তিনি দুঃখ অপমানিত হয়ে ছিলেন বুঝি অতীতে
তাই চাইনা হও তুমি অমনি অপমানিত
লোক সমাজে।
ভালো বাসেন তোমারে অন্তর থেকে
তাই আদর করে আগলে রাখতে চান তিনি
ঐ বর্ষায় ব্যবহৃত ছাতার মত করে।
দুঃখ বেদনায় ভরা ছিলো তার জীবন
তাই অন্তর সদা কাঁদে
তবে অভিনয় করে চলে হাসিমুখে
লোক সমাজে।
কারও দুঃখ দেখে হৃদয়ে লাগে তাঁর ছোয়া
মনে আসে পুরোনো দিনের দুঃখের কথা
কখনো অশ্রু ঝরে পড়ে চোখের কিনারা হতে।
তবু ও লুকানোর চেষ্টা করে
লোক সমাজের চোখের আড়াল হতে।
তাই চাই না তুমি পড়
দুঃখ বেদনার ছায়া তলে।
যাতে তোমার হৃদয় কাঁদিবে সারাক্ষন
লোক সমাজের আড়ালে।
সে যে ভালোবাসে তোমায়
অন্তর দিয়ে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট