ভারতীয় সেনারা পরবে এসি জ্যাকেট


রবিবার,২০/০৮/২০১৭
532

গরমের হাত থেকে রেহাই পেতে এবং নিজের কর্তব্যে একান্ত মনোযোগের যাতে কোন দুরত্ব না থাকে তার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরী করা হল এযার কনডিশনিং জ্যাকেট। তাই এখন থেকে এসি জ্যাকেটে ট্রায়াল দেবে সেনাবাহিনীরা এমনটাই দাবি করলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। তবে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা নিয়ে পরিস্কার করে তিনি কিছু বলেন নি।

রবিবার গোযার পানাজিতে একটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন বাহিনীর প্রশিক্ষণ চলা কালিন শরীর দিয়ে প্রচন্ড তাপমাত্রা বার হয় যার কারণে খুব অস্বস্তি বোধ করেন জওয়ানরা। তাই এই জ্যাকেট পরে প্রশিক্ষণ দিলে তারা অনেকটাই স্বস্তি পাবে তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট