বসিরহাটে ছাত্র পেটাল শিক্ষক, অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্র


রবিবার,২০/০৮/২০১৭
549

আবার ছাত্র পেটানোর অভিযোগ শিক্ষকের নামে। শাসনের নামে শোষণ। প্রিন্স আনোয়ার শাহ রোডের ছায়া আবার বসিরহাটে। শিক্ষকের গনপিটুনিতে ছাত্র ভর্তি হাসপাতালে।

ছাত্রের পরিবারের অভিযোগ শারীরিক অসুস্থতার কারণে পিছনের বেঞ্চে মাথা নিচু করে বসে ছিল শুভজিৎ মালাকার নামে ওই ছাত্র। শরীর অসুস্থ থাকার কথা জানানোর পরেও বেধড়ক মারধর করেন বাংলার শিক্ষক রামকৃষ্ণ ঘোষ।। ছাত্রের সহপাঠীদের দাবি শুভজিৎ এর শরীর খারাপ বলে শিক্ষকের অনুমতি নিয়ে পিছনের বেঞ্চে শুয়ে ছিল শুভজিৎ। কিন্তু সব কিছু অমান্য করে মারধর করেন ওই শিক্ষক। ছাত্রের পরিবার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বসিরহাট থানায়। যেখানে আইন নিয়ে চলছে নানা রদবদল সেখানে সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছে এমন কিছু মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট