মহান মানবের বাণী


রবিবার,২০/০৮/২০১৭
899

মহান মানবের বাণী
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

দীন যে দীনের বন্ধু
তুমি বিশ্বের শেষ্ঠ মানব।
তুমি এসেছিলে এই পৃথিবীতে
মহান রব্বুল আলামিনের বাণী প্রচারে।
দুনিয়ায় সকল পথ ভ্রষ্ট মানবের
সঠিক পথ নির্দেশ দানে।
তুমি প্রচারিত করে গেলে
শতশত বাণী মানবের কারনে
তুমি দিলে ঐ ঐশ্বরিক গ্রন্থ খানি
মানবের হেদায়েতের কারনে।
কহিলে সদা মানবের মঙ্গলের জন্যে।
আমি চলে যেতে পারি
তবে আকড়ে ধরে থাকিবে
এই ঐশ্বরিক গ্রন্থখানি।
গাইড করিবে তোমাদের
সঠিক পথে যাওয়ার নির্দেশদানে।
যে পথে গিয়েছে মহান মানবের দল
ঈশ্বরের করুণা লাভের কারনে
সেই পথ তোমারাও পাবে।
ঈশ্বরের করুণা বর্তাবে
তোমাদের উপরে।
দেখিবে সেথা ইহকাল
পরকাল দুটোই হবে
তোমাদের সুন্দর মঙ্গলময়।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট