বেতন দুই এক কাপ চা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
লোক মুখ হইতে আগত কথা
দরিদ্র অসহায় মানব করিত কাজ
ধনী পরিবারের বাড়িতে
দুই বেলা অন্নের কারনে।
পরিবর্তে পারিশ্রমিক মিলিতোনা
ঐ অসহায় দরিদ্র মানবের
তবুও পরিশ্রম করিতো
ধনী পরিবারের বাড়িতে।
তবে দূর হয়েছে সেই সময়
শিক্ষার আলো আসার কারনে
মানব জীবনে।
তবে রাজনৈতিক কৌশলের স্বীকার
বহু মানব সমাজে।
নেতা নেত্রীর পিছু পিছু ঘুরে
করে দেয় কাজ বিনা পয়সায়
পরিবর্তে মিলে দুই এক কাপ চা।
যেন বড়শিতে মাছ গেঁথে খেলিয়ে
নিয়ে বেড়াচ্ছে ঐ বোকা চ্যালাদের
তবে অবহেলা নিজ গৃহ কর্মে
হাই ফিরবে কবে জ্ঞান
ঐ বোকা চ্যালাদের।
নিযুক্ত হবে নিজ কর্ম জীবনে
ফোটাবে হাসি বাবা মায়ের মুখে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )