ডাম্বুলাতে ভারত শ্রীলঙ্কা ওয়ানডে শুরু আজ


রবিবার,২০/০৮/২০১৭
1230

টানা তিন তিনটি টেষ্ট ম্যাচ হেরে লঙ্কা বাহিনী একেবারে ধরাশায়ী হয়ে গেছে। অন্যদিকে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে একেবারেই তুঙ্গে কোহলি বাহিনী। টেষ্ট সিরিজ জেতার পর এবার ওয়ানডে শিরিজ জেতার জন্য মরিয়া ভারত বাহিনী। আজ শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার ওয়ানডে শিরিজ। এক ঝাঁক তরুণ নিয়ে ভারতের লক্ষ মাত্রা এখন আকাশ ছোঁয়া।

রাহানে, পূজারা, রাহুল, হারদিক এর মত তরূন যোদ্ধারা যেন নুতন দল গঠনের এক নুতন শিক্ষা দিয়ে চলেছে। তবে ভারত এখন অন্য মাত্রা হিসেবে দেখছে হারদিক পান্ডেযাকে। আগামী ২০১৯ বিশ্বকাপে ভারত যেন আগাম প্রস্তুতি শুরু করেছে। তব আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বাহিনীর দক্ষতা থাকলেও তা যেন হীনমন্যতার কারনেই অনেকটাই পিছিয়ে দিচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট