দীর্ঘ টানাপোড়েন মধ্যে দিয়ে চলে আসছে দার্জিলিং এর ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু সেই রেশ কমছে না। বরং যত দিন যাচ্ছে ততই যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে মানুষের জীবন। আবার সেই দামামা বেজে উঠল শুক্রবার রাতে। হঠাৎই বিস্ফোরণে কেপে বাজার সংলগ্ন এলাকায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পিছনে মোর্চা নেতাদের হাত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।
দার্জিলিং কাঁপলো বিষ্ফোরনে
রবিবার,২০/০৮/২০১৭
556
সালাম মোল্লা---