২৩ জন ম্যানেজার স্বাস্থ্য দফতরে


সোমবার,১৪/০৮/২০১৭
7524

জব ডেক্স---

ডিস্ট্রিক্ট কো অরডিনেটর, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস ম্যানেজার ও ডিস্ট্রিক্ট সট্যাটিসটিক্যাল ম্যানেজার পদে ২৩জন লোক নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। কোন পদের জন্য কারা যোগ্য : সোশ্যাল সায়েন্স এর পোষ্ট গ্র্যাজুয়েট, এম বি এ বা এম এস ডব্লিউ কোর্স পাশ হলে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো অরডিনেটর পদের জন্য যোগ্য। বযস হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বেতন মাসে ২৪,৭০০ টাকা।

শুন্যপদ ৯টি।এম কম পাশ বা চাটারড অ্যাকাউন্ট্যানসি কোর্স পাশরা ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট ম্যানেজার পদের জন্য যোগ্য। বযস হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। বেতন ২২,৭০০ টাকা। শুন্যপদ ৫ টি। সি সি এ বা এম সি এ কোর্স পাশরা ডিস্ট্রিক্ট স্ট্যাটিক্যাল ম্যানেজার পদের জন্য যোগ্য। বয়স হতে হবে ২১-৪০ বছর। বেতন ২২,৭০০ টাকা। শুন্যপদ ৮ টি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট