শিল্পোৎপাদন বাড়ল ২•৭%


শনিবার,১২/০৮/২০১৭
546

নিজস্ব সংবাদদাতা---

নোট বাতিলের তুলনায় জানুয়ারিতে শিল্প বৃদ্ধির হারও আগের বছরের তুলনায় ২•৭% বাড়ল।সরাসরি যন্ত্রপাতির মতো মুলধনী পন্য উৎপাদন বৃদ্ধি পাওয়া (১০%-৭%)।মহলের দাবি যে, পন্য উৎপাদন বাড়ার অর্থ দেশে নতুন লগ্নি আসা ও তার হাত ধরে শিল্পের কর্মকাণ্ড নতি পাওয়া যায়, তা অর্থনৈতিক ভাবে খুবই ভালো।ডিসেম্বরে নগদের অভাবে চাহিদা টেনে নামায়

কলকারখানার উৎপাদকেরা।সরাসরি কমে যায় ০•১%।নভেম্বরে অবশ্য তা ৫•৫৩% হারে বেড়েছিল।জানুয়ারিতে খনন,বিদ্যুৎ উৎপাদন,টিভি,ফ্রিজের মতো উৎপাদন শিল্প বেড়েছে আর সরাসরি কমেছে তেল ও সাবানের মতো চটজলদি ব্যবহারে ভোগ্যপন্য উৎপাদন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট