১৭৬ জন সাব-ওভারসিযার ও ডেপুটি ম্যানেজার কলকাতা পুরসভায়


শনিবার,১২/০৮/২০১৭
7110

জব ডেক্স---

কলকাতা পুরসভায় সাব-ওভারসিযার ও ম্যানেজার পদে কর্মী নিয়োগ হবে ১৭৬জন। প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

শুন্যপদের ধরন : সাব-ওভারসিযার : ১৫০জন- সাধারণ ৬২, তফসিলি জাতি ৩৮, তফসিলি উপজাতি ১০, ওবিসি-এ ১৩, এবং ওবিসি-বি ১৪,প্রতিবন্ধী ৪, সাধারণ দক্ষ খেলোয়াড় ৩, তফসিলি জাতি প্রাক্তন সমরকরমী ১। শিক্ষা গত যোগ্যতা মাধ্যমিক পাশ। বয়স ১-১-২০১৭ তারিখে ৪০বছরের মধ্যে হতে হবে। শুরুতে বেতন – ৫৪০০টাকা থেকে ২৫,২০০টাকা।

ডেপুটি ম্যানেজার : মোট ২৬টি সাধারণ ১২,তফসিলি জাতি ৪,তফসিলি উপজাতি ১,ওবিসি-এ ৩ এবং ওবিসি-বি ৪,প্রতিবন্ধী -২। শিক্ষা গত যোগ্যতা যে কোন শাখায় অনার্স সহ গ্রাজুয়েট। অথবা পাশ গেরাজুযেট, সেক্ষেত্রে নম্বর থাকতে হবে ৫০% এক্ষেত্রে কম্পিউটার ও লেভেল কোর্স পাশ থাকলে অগ্রাধিকার । বয়স হতে হবে ১-১-২০১৭ তারিখে ৩৭ বছরের মধ্যে। বেতন ১৫,৫০০ থেকে ৪২,০০০ টাকা। গ্রেড পে ৫,৪০০ টাকা। দরখাস্ত করতে হবে অনলাইনে। ওয়েবসাইট www.mscwb.org অ্যাপ্লিকেশন এর শেষ তারিখ ৬ সেপ্টেম্বর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট