বই


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
840

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

বই
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

——————————————

নতুন পোশাক পরে
এলে নতুন বছরে
সঙ্গে নিলে জ্ঞানের ভান্ডার
তোমার মাঝারে।
তোমার প্রেমে পাগল
সকল জগৎবাসী।
তাইতো তোমায় সঙ্গে করে
নিয়ে চলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে।
থাকেনা কোনো তোমার বাঁধা
মুক্ত তুমি এই ভুবনে।
তাইতো তোমায় ছাত্র শিক্ষক
এতো আদর করে।
প্রতিদানে দিলে তুমি
চলার সঠিক পথ।
ধনী দরিদ্র রাজা মহারাজদের
দেখো তুমি এক নজরে।
সকলকে তুমি আদর করো
মনের আনন্দে।
তাইতো তোমায় কচি খোকা
সেও পেতে চাই।
বৃদ্ধ দাদু সঙ্গী করে
তোমায় মনের আনন্দে।
ধোকা প্রতারোণা শব্দ গুলি
ইউজ করোনা কারো প্রতি।
তাইতো তুমি বিশ্ব ভুবনে
রয়েছ সকলের হৃদয় মাঝারে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট