তুমি যেমন বাসা বানাও তেমনি


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
873

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

তুমি যেমন বাসা বানাও তেমনি
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

—————————————–

ভেবেছিলাম মনে মনে
খাবো সন্দেশ,রাজভোগ
বিরিয়ানী আর ও কিছু কিছু
প্রস্তাবে রাজি হয়ে
করিলাম সাদী
ধনী পরিবারে।
তবে মনে পড়ে নিউটনের
তৃতীয় সূত্রখানির।
প্রত্যেক ক্রিয়ার সমান ও
বিপরীত প্রতিক্রিয়া আছে।
তুমি যেমন চলিবে
চলিবে সকলে তোমারি সহিত।
যেমন পাখি তেমনি করো বাসা
নইলে পরিশ্রমের মূল্য
জুটিবেনা কপালে।
সম্মান ,আনন্দ যাবে চুলোর তলে।
হাতি যেমন,লাদে তেমন
তুমি যেমন ,লাদিবে তেমনি
হাতির লাদ দেখে লাদিতে
যেওনা ভাইয়া
পড়িবে মহা বিপদে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট