পল্লীর কবি জসীমউদ্দিন


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
862

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

পল্লীর কবি জসীমউদ্দিন
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

————————————————

তুমি জন্মিলে এই বাংলায়
মহিরুপে লিখিলে কবিতা এই বাংলায়
বাংলার প্রতি প্রেমের কারনে
লিখিলে শত শত
তোমারি জ্ঞানের আলোয় আলোকিত কত।
তুমি লিখিলে ঐ পল্লী গ্রামলয়ে শত শত
তোমারি কবিতার মন্ত্রে মুগ্ধ হল কত
তাইতো আলঙ্করে ভূষিত হলে তুমি
পল্লী কবি রূপে।
তোমারি নাম উচ্চারনের সাথে সাথে
কহে পল্লী কবি জসীমউদ্দিন রূপে।
তুমি লিখিলে কত রাখাল বালকের লাগি
তুমি করুনা দেখিয়েছো ঐ দরিদ্র রাখালের প্রতি
তুমি তুলেছো তারে অতি সম্মানের আসনে
তুমি লিখেছো কবিতা তারি নাম লয়ে।
গ্রামের প্রতি প্রেমের কারনে
লিখিলে শত শত
তাইতো রয়েছে ভক্ত তোমারি অগণিত।
তোমারি ছন্দে ছন্দে মনের আনন্দে
পড়ে তোমারি কবিতা
তাইতো আজি ধন্য বঙ্গ
তোমারি পদধূলি পেয়ে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট