শালিক পাখির মা


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
880

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

শালিক পাখির মা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

————————————————–

দুই শালিকে ঘর বনিয়েছিলো
অসত্থোগাছের ঐ ডালে
বৈশাখের ঐ ঝোড়ো হাওয়াই
পড়িল তা নিচে।
বাসায় ছিলো ছোট্ট ছানা
কিচির মিচির করে।
তাই দেখে দুই ছোট্ট খোকার
অস্রু ঝরে।
পুন্য লাভের আশায় দেখি
বাসাটি তুলে ঐ গাছের ডালে।
শালিক দুটি ভয়ে ভয়ে বাসার
কাছে যায়।
তবে দেখি দুই একদিন পরে
বাসাটি পড়ে যায়।
তাই দেখে দুই শালিকের মনে
বেদনা বুঝি হয়।
একটি শালিক চুপটি করে
বসে থাকে ঐ গাছের ডালে।
দুঃখ করে না খেয়ে দেখি ক্লান্ত হয়ে যায়।
পরে দেখি একটি পাখি
পড়ে আছে গাছের নিচে
মৃত্যু হয়েছে তার।
জানতে পারি মৃত্যু পাখিটি
বাচ্চা দুটির মা।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট