হজ যাত্রী‌দের সু‌বিধার জন্য প‌শ্চিমবঙ্গ রাজ্য হজ ক‌মি‌টি একা‌ধিক ব্যবস্থা


বুধবার,২৬/০৭/২০১৭
1606

নিজস্ব সংবাদদাতা---

প‌্র‌তি বছ‌রের ম‌তো এবছরও হজ যাত্রী‌দের সু‌বিধার জন্য প‌শ্চিমবঙ্গ রাজ্য হজ ক‌মি‌টি একা‌ধিক ব্যবস্থা নিয়‌ছে । হজ যাত্রী‌দের জন্য ইতিম‌ধ্যে এক‌টি মোবাইল অ্যাপ তৈরী করা হ‌য়ে‌ছে প‌শ্চিমবঙ্গ রাজ্য হজ ক‌মি‌টির পক্ষ থে‌কে । যার মধ্য দি‌য়ে হজ ও হাজী সংক্রান্ত বি‌ভিন্ন তথ্য অ‌তি সহ‌জেই জানা সম্ভব ।


পাস‌পোর্ট, ভিসা ও সিম কার্ড সহ বি‌ভিন্ন তথ্য সরবরাহ করা হ‌বে ম‌দিনাতুল হুজ্জাস থে‌কে, যার ঠিকানা প্ল ২ A/26 , নিউটাউন, রাজারহাট, কলকাতা ১৫৬, ইকো স্পেস ও অা‌লিয়া বিশ্ব‌বিদ্যাল‌য়ের কা‌ছে । যে‌কোন সাহা‌য্যের জন্য টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫৭১৫৫ যোগা‌যোগ করা যে‌তে পা‌রে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট