সরবেড়িয়া অান্ – নুর মিশন


সোমবার,২৪/০৭/২০১৭
2016

নিজস্ব সংবাদদাতা---

উচ্চমানের অাবাসিক ও অনাবাসিক শিক্ষায় নজীর সৃষ্টি করেছে সরবেড়িয়া অান্ নুর মিশন । সরবেড়িয়া অান্ নুর মিশন এর প্রতিষঠাতা জনাব শেখ নুরুল হক, যিনি প্রাত্তন অাইএএস এবং পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত সচিব । জনাব অালহাজ্ব মোস্তাক হেসেন সাহেব প্রধান পৃষ্ঠপোষক হিসাবে সরবেড়িয়া অান্ নুর মিশন এর সাথে যুক্ত অাছেন । জনাব অালহাজ্ব মোস্তাক হেসেন , জি:ডি চেরিটেবল সোসাইটি ও পতাকা শিল্প গোষ্ঠির কর্নধার । এছাড়াও অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে অালহাজ্ব অালমগীর ফকির সাহেব যুক্ত অাছেন , যিনি কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী । উত্তর ২৪ পরগনার সন্দেশখালী থানার সরবেড়িয়া গ্রামে প্রায় ১০ বিঘা জমিতে বালক/বালিকাদের জন্য সরবেড়িয়া অান্ নুর মিশন নামে দুটি অাবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয় ২০১০ সালে । ৫০ হাজার বর্গফুট বিশিষ্ট অাবাসিক প্রতিষ্ঠানে অাপাতত সংখ্যালঘু ছাত্র ছাত্রী দের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয় । এছাড়াও ইসলামিক নীতি, অাদর্শ , নৈতিক চরিত্র গঠনের উপর বিশেষ লক্ষ রাখা হয় । সরবেড়িয়া অান্ নুর মিশন সভাপতি অালহাজ্ব অল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া একজন মানুষ তার ধর্ম্ম, অাচরন ও জগৎকে জানতে পারে না । সরবেড়িয়া অান্ নুর মিশন এর সাধারন সম্পাদক বলেন , এখানে দরিদ্র ও মেধাবি ছাত্র ছাত্রীদের বিশেষ সাহায্য করা হয় । সরবেড়িয়া অান্ নুর মিশন এর বালক বিভাগের প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত অাছেন সফিকুল ইসলাম মোল্লা এবং বালিকা বিভাগের প্রধান শিক্ষিকা মীরা খানম ।

সরবেড়িয়া অান্ নুর মিশন এর ৪৫ জন শিক্ষক শিক্ষিকা ও ২০ জন অশিক্ষিক কর্মিবৃন্দ তাদের নিরলস পরিশ্রমে এখানে উন্নত তর শিক্ষা প্রদান করে চলেছে । গুরুত্বপূর্ন কক্ষগুলিতে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষনে রাখা হয় । সরবেড়িয়া অান্ নুর মিশন এর উন্নতর লাই‌ব্রেরী ও ক‌ম্পিউটা‌রের ব্যবস্থা ছাত্র ছাত্রী‌দের উন্নত শিক্ষা পে‌তে সাহায্য ক‌রে । যে‌কোন কা‌র‌নে যোগা‌যো‌গের জন্য ৯৭৩২৫৩১২৭১ বা ৮৬৪২৯১৪৪৬০ মোবাইল নম্ব‌রে যোগা‌যোগ করা যে‌তে পা‌রে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট