রাজু অালম: বিনামূল্যে জিও র ৪জি স্মার্ট ফোন, জি হ্যঁ, ঠিক ই শুনছেন । ২১শে জুলাই ২০১৭ জিও র প্রথম বার্ষিক সম্মেলনে মুম্বাইতে অাজ একথা ঘোষনা করলেন জিও র কর্নধার মুকেশ অম্বানি । তিনি বলেন ডিজিটাল ইন্ডিয়া গড়তে জিও এটি ঐতিহাসিক পদক্ষেপ । জিও র বিনামূল্যর ফোন এর বুকিং শুরু হচ্ছে অাগামি ২৪ শে অাগষ্ট ২০১৭ রাত ১২ টার পর থেকে , অর্থাৎ ২৫ শে অগষ্ট থেকে । শুধু তাই নয়, গ্রাহকরা মাত্র ১৫৩ টাকা প্রতি মাসে দিয়ে অানলিমিটেড ডেটা , কলিং ও ফ্রি অ্যাপ্স এর সুবিধা পাবেন । জিওর এই ৪জি ফোন বিনামূল্যে হলেও এই ফোনে থাকছে সমস্ত অাধুনিক ব্যবস্থা । জিও র এ ঘোষনার পর থেকে অন্যান্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থার মাথায় চিন্তার ভঁাজ পড়ে গছে ।
বিনামূল্যে জিও র ৪জি স্মার্ট ফোন
শুক্রবার,২১/০৭/২০১৭
1131