শহিদ স্মরণে ২১শে জুলাই


শুক্রবার,২১/০৭/২০১৭
840

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

শহিদ স্মরণে ২১শে জুলাই
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

————————————————–

আজ ২১শে জুলাই শহিদ স্মরণের
কারনে সভা ধর্মতলায়।
জমায়েত বহু লোকের
শান্তনা দেবার উদ্দেশ্যে
অকালে চলে যাওয়া মানবের
আত্মার শান্তির কারনে।
অত্যাচারিত লাঞ্চিত পদদলিত হয়ে
দুঃখ নিয়ে চলে গেছে ধরণী হতে।
তবে ক্রন্দনরত অবস্থায় ঘুরে
তাদের আত্মা পথে ঘাটে
অকালে চলে যাওয়ার কারনে।
তাই তাদের সাহস যোগানোর উদ্দেশ্যে
সভা ২১শে জুলাই।
যাতে বুঝতে পারে রয়েছে
বহু মানব তাদের ফেলে যাওয়া
পরিবারের পাশে।
তাদের দুঃখে মর্মাহত বহু মানব।
তাদের প্রতি অন্যায়ের প্রতিবাদ
হবে কোনো এক দিন।
মিলিবে সুবিচার তাদের পরিবারের প্রতি।
তাই সভা ২১শে জুলাই ।
যদি ঐ আত্মার ক্রন্দন পরিনত হয়
মুসকানে, বিশ্বাসে
আছেতো কেউ তাদের পরিবারের পাশে।
তাই শহিদের স্মরণে সভা
২১শে জুলাই ধর্মতলার
ঐ প্রাঙ্গনে।

————————————————

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট