নিজস্ব সংবাদদাতা: অাগামি শুক্রবার বসিরহাটের প্রাত্তন বিধায়ক সমীক ভট্টাচার্য্যকে সি অাই ডি তলব করেছে ভবানি ভবনে । তার বিরুদ্ধে বসিরহাটের বিধায়ক থাকাকলিন প্রধানমন্ত্রী অাবাস যোজনায় অার্থিক দুর্নিতির অভিযোগ অাছে । যারে জেরে ইতিমধ্যে বসিরহাটের এক বিজেপি নেতাকে গ্রেপতার করা হয়েছে ।
অন্য একটি বিষয়ে বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলিকেও সি অাই ডি তলব করেছে ।