খবরইন্ডিয়াঅনলাইনঃ নাইজেরিয়ায় জাতীয় নির্বাচনে আগে ভোটারদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। ভোট দেওয়ার আগে সব ভোটদাতাদের এই কাজ সম্পন্ন করতে হবে। দেখা যাচ্ছে কোন কোন এলাকায় খুব ধীর গতিতে এগোচ্ছে। তার কারণ সব জায়গায় ভোটের জিনিসপত্র ঠিক মতন পৌঁছায়নি। আবার কোথায় আঙ্গুলের ছাপ বুঝতে অসুবিধা হচ্ছে। রাষ্ট্রপতি গুডলাক জোনাথানের এই কাজ করতে প্রায় ৩৫ মিনিট সময় লাগে। কিন্তু ভোটদাতারা শান্ত ভাবে লাইনে দাড়িয়ে আছেন। পিডিপি দল বনাম এপিসি দল -এর লড়াই হচ্ছে।
ভোটার লিস্টে নাম নথিভূক্তকরণে দেরি হচ্ছে নাইজেরিয়াতে
শনিবার,২৮/০৩/২০১৫
783