ন্যাশনাল ইন্সি‌টিউট অফ ডি‌জিটাল এডু‌কেশন এর মাইন্ড ট্রে‌নিং সে‌মিনার


বৃহস্পতিবার,২০/০৭/২০১৭
1267

‌নিজস্ব সংবাদদাতা---

ন্যাশনাল ইন্সি‌টিউট অফ ডি‌জিটাল এডু‌কেশন এর পক্ষ থে‌কে অাগা‌মি ৩০/৭/২০১৭ তা‌রিখ র‌বিবার এক‌টি সে‌মিনার অা‌য়োজন কর‌তে যা‌চ্ছে , যে সে‌মিনা‌রের বিষয়বস্তু , ১, নিজেকে চিহ্নিত করা ২, ইতিবাচক মনোভাব উন্নয়নশীল ৩, আপনার আত্ম সম্মান বজায় রাখা  ৪, প্রেরণা সফলতার মূল ৫, লক্ষ্যের উপর নিজেকে রাখুন ৬, সম্মানিত চরিত্র গঠন , সে‌মিনার‌টি ন্যাশনাল ইন্সি‌টিউট অফ ডি‌জিটাল এডু‌কেশন ও মেকাস স্যুলুশান এর যৈৗথ উদ্যোগ । সে‌মিনার‌টি অনু‌ষ্ঠিত হ‌বে নাইড এর মা‌লি‌তিপুর ক‌ম্পিউটার সেন্টা‌রে , সেন্টার‌টি উত্তর ২৪ পরগনার অন্তরগত ব‌সিরহাট ২ ব্ল‌কের চৈতা গ্রাম পঞ্চা‌য়ে‌তে অব‌স্থিত । সেন্টার‌টি মা‌লি‌তিপুর ট্র‌েন স্টেশা‌নের কাছা কা‌ছি হওয়ায় যে‌কোন দুরত্ব থে‌কে অাসা সম্ভব । নাইড এর চেয়ারম্যান ব‌লেন , এই সে‌মিনার গ‌ু‌লি প্র‌তি মা‌সে প‌শ্চিমব‌ঙ্গের বি‌ভিন্ন স্থ‌নে অব‌স্থিত নাউ‌ডের বি‌ভিন্ন সেন্টা‌রে ধা‌পে ধা‌পে অনু‌ষ্ঠিত কর হ‌বে । তি‌নি অরো ব‌লেন যে নাইডের ছাত্র ছাত্রী ছাড়াও যে কেও যোগদান কর‌তে পা‌রে । কোন বয়স বা শিক্ষাগত যোগ্যতার প্র‌য়োজন নেই । সব‌চে‌য়ে গুরুত্বপুর্ন,সে‌মিনার‌টি সম্পূর্ন ফ্রি ত‌বে অসন সু‌নি‌শ্চিত কর‌তে https://goo.gl/BEugxa লি‌ঙ্কে গি‌য়ে রে‌জি‌ট্রেশান কর‌ে নেওয়া ভা‌লো । এছাড়া কোন জীঞ্জাসা বা সমস্যা হ‌লে , নাই‌ডের ফোন নম্বর ৯৭৩৩৩৪০৪৪৪ (সকাল ১০ থে‌কে সন্ধা ৮ ) এ যোগা‌যোগ করা যা‌বে । নাইড ক‌ম্পিউট‌ার শিক্ষার সা‌থে সা‌থে ছাত্র ছাত্রীর দের জীব‌নে সফল হওয়ার শিক্ষাও প্রদান ক‌রে ।

‌সে‌মিনারের বিষয়বস্তু নি‌য়ে ‌মেকাস স্যলুশা‌নের কর্ণধার তথা মাইন্ড ট্রেনার ‌কৈৗ‌শিক দাস‌কে প্রশ্ন করা হ‌লে , তি‌নি ব‌লেন ছাত্র ছাত্রীরা তথাক‌থিত লেখা পড়া শিখ‌লেও বে‌সিরভাগ ছাত্র ছাত্রীরা জা‌নে না তা‌দের জীব‌নের লক্ষ কি ? কিভা‌বে সেই ল‌ক্ষে পৈৗঁছা‌নো যায় ? কিভা‌বে পড়া‌শোনা‌তে ম‌নো‌যো‌গি হ‌তে হয় ? কিভা‌বে একজন সৎ চ‌রিত্রবান ব্য‌ক্তি হ‌তে হয় ? তাই এই ধর‌নের অ‌নেক বিষয়গু‌লি সম্প‌র্কে তা‌দের‌কে ট্রে‌নিং দেওয়া ও তা‌দের‌কে গাইড করা অত্যান্ত জরুর‌ি। মেকাস স্যলুশন ও নাইড এই ধর‌নের ট্রে‌নিং সমস্ত প‌শ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং ভারতব‌র্ষের বাই‌রেও বি‌ভিন্ন দে‌শে অনু‌ষ্ঠিত করার প‌রিকল্পনা অা‌ছে ।

Date : 30th July 2017
Time : 10.30 AM
Venue : NIDE Malatipur Franchisee.

Website : http://nideindia.in/

Facebook : https://www.facebook.com/NIDEofficial/

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট