আত্মার মুক্তি


মঙ্গলবার,১৮/০৭/২০১৭
917

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

আত্মার মুক্তি
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

————————————–

নির্জন নিরালায় নদীর কুলে
বহু পুরোনো বাড়িটি দন্ডায়মান।
বহু বছর ধরে ঐতীয‍্য বহন করে চলেছে
জমিদারের বিশাল বাড়িটি।
নিস্তব্ধতায় পূর্ন, বসবাসযোগ্য মানবের অভাব।
নিস্তব্ধ জনহীন গভীর রাতে
বাড়ির কর্ণ হইতে
এক করুন আওয়াজ ভেসে আসে
ভয়ে গায়ে যেন কাটা দেয়।
শ্রুতি গোচরে আসে বৃদ্ধ মানব হইতে
বহু দরিদ্র অসহায় মানবের মৃত্যু
ঐ বাড়িতে।
কতক অন্ন অভাবে
অত্যাচারে যন্ত্রনায় ছটপট করে
মর্মান্তিক করুন দৃশ্য স্থাপন করে
মৃত্যু বরণ হয়েছে ওই বাড়িতে।
কেউ তার প্রতিবাদ করেনি আজও
তাই বেদনার্ত করুন কান্নার
আর্তনাদ ভেসে আসে গভীর রাতে।
আশায় অপেক্ষাণিত আত্মা রয়েছে
প্রতিবাদ হবে কোনো একদিন
ছিনিয়ে নেবে জনগন জমিদারের বেহিসেবি সম্পত্তি।
তাদের আত্মার মুক্তির কারণে।
খুশিতে মুক্তি হবে তাদের
ওই নির্জন অত্যাচারী বাড়ি হতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট