নিজস্ব সংবাদদাতা – তাহিরিয়া ওয়েলফেয়ার ট্রাষ্ট উদ্যোগএ হাড়োয়া তাহিরিয়া হাসপাতালে ৫০ জনের ফ্রি ছানি অপারেশন কর্মসচী নেওয়া হয়েছিল।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইতি মধ্যেই ৭ জনের অপারেশন সফলভাবে হয়ে গিয়েছে। তারা সকলে সুস্থভাবে বাড়িতে চলে গেছেন। প্রতি সপ্তাহে ৮-১০ জনের ফ্রি চক্ষু ছানি অপারেশন করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল তরফ থেকে জনানো হয়েছে সীমিত সংখ্যক অপারেশন হওয়ার জন্যে যারা আগে যোগাযোগ করতে পারবেন তারাই আগে সুযোগ পাবেন। ফ্রি চক্ষু ছানি অপারেশন কারার জন্যে যোগাযোগ করতে হবে হাড়োয়া তাহিরিয়া হাসপাতালে , শুক্রবার ছাড়া প্রতিদিন। এছাড়া ফোন করতে পারেন – 9732631715
হাড়োয়া তাহিরিয়া হাসপাতালে ফ্রি চক্ষু ছানি অপারেশন
সোমবার,০৩/০৭/২০১৭
1359