ঠাকুমার ঝুলি নাকি ঠাম্মার বয়ফ্রেন্ড! বাংলা ছবির দর্শক কী পাল্টাচ্ছে?


বৃহস্পতিবার,২৪/১১/২০১৬
4785

১৮ ই নভেম্বর মুক্তি পেয়েছিল বাংলা ছবি “ ঠাম্মার বয়ফ্রেন্ড ” । এই বাংলা ছবির নাম শুনেই সবাই বুঝেই গেছেন যে পুরো ছবিতে কী হতে চলেছে। কিন্তু পরিচালক যে বার্তা দিতে চেয়েছেন তা সফল হয়েছেন । সাধারনত আমরা পরিবারের ঠাম্মাদেরকে বৃদ্ধাকালে ঠাকুরঘরবাসী হতে দেখেছি। কিন্তু এখানে তার ঠিক উল্টো দেখানো হয়েছে। ঠাম্মা বৃদ্ধাকালে বয়ফ্রেন্ড কে নিয়ে আনন্দ ফুর্তি করতে। এই বাংলা ছবিতে ঠাম্মার চরিত্রে অভিনেত্রী ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও তার বয়ফ্রেন্ড চরিত্রে আবির চট্টোপাধ্যায়। ‘দুষ্টু মিষ্টি ভালোবাসা” দিয়ে যে বার্তা দিয়েছে তা সকলের প্রাণ ছুয়ে গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট