বিভিন্ন নেটওর্য়াক কোম্পানী রিলায়েন্স জিও‘ ফ্রি ওয়েলকাম অফার’ নিয়ে কী টেকনোলজি তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। একে একে বিভিন্ন মোবাইল নেটওয়াক কোম্পানীকে কাত করে দিচ্ছে এই জিও কোম্পানী। এই অভাবনীয় পন্থার তার মুল হাতিয়ার ছিল ‘ফ্রি ওলেলকাম অফার’। এই অফারের সাক্ষী হিসাবে ছিল মাত্র ২৬ দিনে ১৫ মিলিয়ন গ্রাহক। এখন যেভাবে জিও সিম মানুুষ নিতে চলেছে তাতে এই সংখ্যা বাড়তে বাড়তে ৩৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। সম্বভ্য এই ভাবা যাচ্ছে যে, এই সংখ্যা আরো বেড়ে ডিসেম্বর এর শেষে ৫০ মিলিয়নে দাড়াবে। মানুষের চাহিদার উপর ভিত্তি করে রিলায়েন্স জিও তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে। ৩ ডিসেম্বর তার আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে চলেছে। ওই দিন জানা যাবে জিও ফ্রি ওয়েলকাম অফার ২ এর শর্ত কী হবে।
সুখবর গ্রাহকদের জন্যে, জিও ওয়েলকাম অফার মেয়াদ বাড়তে চলেছে
বৃহস্পতিবার,২৪/১১/২০১৬
1032