হোয়াটস অ্যাপ ছাড়া আমরা এক মূহূর্ত চলতে পারিনা। উঠতে,বসতে,চলতে,ফিরতে হোয়াটস অ্যাপ ছাড়া ভাবা যায় না। এককথায় বলাই যায় মোবাইল মানেই হোয়াটসঅ্যাপ। তবে জানেন এই হোয়াটঅ্যাপ মোবাইল বেছে তার নিজের কারুকার্য করবে। মানে আপনি জেনে নিন কোন কোন মোবাইলে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। ব্ল্যাক বেরি ও এস ১০, নোকিয়া এস৪০,
এস৬০, অ্যানড্রয়েড ২.১ আর ২.২ ও এস , উইন্ডোস ফোন ৭.১ ভারসন। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাহলে চলছে বছরে ডিসেম্বরের মধ্যে আপনার অ্যাড্রয়েড বা উইন্ডোস ফোনের ওএস আপগ্রেড করে নিতে হবে।
বন্ধ হচ্ছে হোয়াটস অ্যাপ আপনার মোবাইলে
শুক্রবার,১১/০৩/২০১৬
2916