রথ বদল হলেও অখুশি নন জনতা


সোমবার,০৭/০৩/২০১৬
935

নিজস্ব সংবাদদাতা, হাড়োয়াঃ দলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় অস্বস্তিতে ছিলেন এলাকার আইন -শৃঙ্খলা নিয়ে । এলাকার উন্নতি হয়েছে ঠিকই কিন্তু তৃণমূলের অন্দরে চলেছে গোষ্ঠী দ্বন্দ বেড়েছে খুন খারাপি। কয়েকবার ওসি বদল হয়েছে এই হাড়োয়া থানাতে। এমত অবস্থায় উত্তর ২৪ পরগণার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের সিদ্ধান্ত নিল তৃণমূল দলনেত্রী। গতবারের জয়ী জুলফিকার আলী মোল্ল্যা মহাশয়কে সরিয়ে এবারের এই কেন্দ্রের প্রার্থী করা হয়েছে হাজী নুরুল ইসলাম মহাশয়কে। ২০১৪ সালে লোকসভা ভোটে জঙ্গিপুর আসনে প্রার্থী ছিলেন তিনি। ২০১১ সালে ১১৬৫ ভোটের ব্যবধানে হাড়োয়ায় মজবুত ঘাটি সিপিএম কে হারিয়ে জয়ী লাভ করেছিলেন জুলফিকার আলি মোল্ল্যা মহাশয়। এলাকার মানুষজনের কাছে তিনি খুবই সজ্জন এবং পর-উপকারী, সমাজ সেবক হিসাবে পরিচিত। গত ৫ বছরের তার সমাজ কল্যাণ মূলক কাজ কর্মের সাক্ষী থেকেছে এলাকার মানুষজন। বিভিন্ন সমাজ সেবা ক্ষেত্রে তার কার্যকলাপ চোখ পড়ে যেমন – পানীয় পরিষেবা, বিদ্যুৎ, রাস্তাঘাট নির্মান প্রভৃতি। জনপ্রিয়তা থাকা স্বত্ত্বেও কেন এবারের বিধানসভা ভোটে তাকে সরিয়ে নতুন প্রার্থি হাজী নুরুল ইসলামকে মহাশয়কে আনা হয়েছে। এই নিয়ে অনেক জল্পনা রয়েছে। কিন্তু তিনি বলেছেন দল যা সিদ্ধান্ত নিয়েছেন ভালো নিয়েছে। যিনি প্রার্থী , তাকে জয়ী করার জন্যে খাটব। হাজী নুরুল ইসলাম সাহেব মহাশয় প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর তিনি হাড়োয়াতে চলে আসেন। তিনি ফোনে বলেন “ হাড়োয়া আমার পুরানো এলাকা। প্রার্থীতে আমার নাম পেয়ে সকলে খুবই খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে আমি চীরকৃতজ্ঞ। দল যা সিদ্ধান্ত নিয়েছে তা আমি পালন করব।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট