পায়ের জুতা নিয়ে মামলা দুই খান এর বিরুদ্ধে


শনিবার,১৩/০২/২০১৬
1015

মন্দিরে জুতা পরে ঢোকার মামলায় রেহাই দিল দিল্লি পুলিশ বলিউড দুই খান কে। বিগ বস্ ৯ এর সেটে মন্দিরের সেটে জুতো পরে ঢোকার জন্যে ক্ষুদ্ধ হয়েছিল হিন্দুত্ববাদী সংগঠনরা। তারা অভিযোগ দায়ের করে পুলিশের কাছে। রিয়েলিটি শো বিগ বস্ এর শুটিং চলার সময় শারুখ ও সলমান খান মন্দিরের সেটে জুতো পায়ে ঢোকেন। কোনো ধর্মীয় স্থানের পবিত্রতা ক্ষুন্ন করার উদ্যেশ্য তাদের ছিলনা। ২মার্চ মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট