মৌমিতা দাস, ১লা জানুয়ারী ঃ সোনাপুকুর শঙ্করপুর গ্রামের তৃণমুল কংগ্রেস পরিচালনায় হাড়োয়াতে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস এর ১৯ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ১লা জানুয়ারি শুক্রবার। অনুষ্ঠানের সূচনালগ্নে বিভিন্ন বিভাগের বসে আকোঁ প্রতিযোগীতা পালিত হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আব্দুল খালেক মোল্যা মহাশয় , এম.এল.এ জুলফিকার আলি মোল্যা মহাশয়,এবং এম. পি ইদ্রিস আলি মহায়শ। এই অনুষ্ঠানের আকর্ষণীয় ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা চলচিত্র জগতের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী “হীরণ”এবং “রিতিকা সেন”। তারা গান করে মানুষজনকে আনুষ্ঠানিকভাবে আনন্দ দিয়েছিলেন। । ছবিঃ নিজস্ব চিত্র।
হাড়োয়াতে সর্ব ভারতীয় তৃণমুল কংগ্রেস এর ১৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
বুধবার,২৭/০১/২০১৬
773