দিল্লিতে মূল অনুষ্ঠান ৬৭ তম প্রজাতন্ত্র দিবস পালন হলো


মঙ্গলবার,২৬/০১/২০১৬
654

দিল্লিতে মূল অনুষ্ঠান   ৬৭ তম  প্রজাতন্ত্র দিবস পালন হলো। দিল্লিতে কুচকাওয়াজে সেনাবাহিনীর অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ অলাদেঁ।  ফরাসি সেনাবাহিনীর  একটি দল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অভিবাদন জানায়।
এবারের কুচকাওয়াজে দেখা গেল সেনাবাহিনীর ডগ স্কোয়াডকে। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজপথে ছিল প্রাক্তন প্রতিরক্ষাকর্মীদের ট্যাবলো।
প্রজাতন্ত্র দিবসে ৩৬৫ জনকে শৌর্য-সম্মান প্রদান করলেন রাষ্ট্রপতি। কুপওয়াড়ায় চার জঙ্গিকে মেরে শহিদ ল্যান্স নায়েক মোহননাথ গোস্বামীকে দেওয়া হল অশোকচক্র। ২০১৫-র সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরের হাফরুদার জঙ্গলে আহত সহ-যোদ্ধাদের প্রাণ বাঁচাতে গিয়ে, গুরুতর জখম হয়েও একাই চার জঙ্গিকে নিকেশ করেন আদতে উত্তরখণ্ডের বাসিন্দা মোহননাথ। পাঠানকোট লড়াইয়ের অন্যতম শহিদ জগদীশ চন্দ্র পেলেন কীর্তি চক্র। ( ছবিঃ সংগৃহীতা )।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট